মিরপুরে রাসায়নিকে ‍পাকানো আম জব্দ

ক্ষতিকর রাসায়নিকে পাকানো বিপুল পরিমাণ আম জব্দ করেছে র‌্যাব।

শনিবার (১৯ মে ) মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন ফলের আড়তের ১৪টি দোকান থেকে এসব আম জব্দ করে র‌্যাব-৪।এ ঘটনায় ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

র‌্যাব ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানিয়েছেন, জব্দ করা আমের পুরোটাই অপরিপক্ক, যা ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকানো হচ্ছিল। মানবদেহের জন্য এই আম ক্ষতিকর।

আগামী এক সপ্তাহ বা দশ দিন পর আম কিনে খাওয়ার পরামর্শ দিয়েছেন ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

আরজেড/