রাজধানীর মিরপুরের রূপনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ১১ শিশুসহ ১৫ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। এর মধ্যে পাঁচ শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ড. মো. আলাউদ্দিন বলেন, ‘ওই শিশুদের শরীরের বেশিরভাগই আগুনে পুড়ে গেছে। খাদ্যনালীও পুড়েছে। এ কারণে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। এ ছাড়া অনেকের হাত-পা উড়ে গেছে, পেটের নাড়িও বেরিয়ে গেছে কারো কারো।’
জানা গেছে, আহত শিশুদের মধ্যে বেশিরভাগই পথশিশু। এ ছাড়া কয়েকজনের বাড়ি ঘটনাস্থলের আশপাশে। তারা সে সময় খেলছিল। বিকশ শব্দ হওয়ার সাথে সাথে শিশুরা রাস্তায় লুটিয়ে পড়ে। পরে তাদের শরীরে আগুনের ফুলকি গিয়ে পড়ে বলে স্থানীয়রা জানান।
এর আগে বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে রূপনগর মনিপুরীপাড়া স্কুলের সামনে বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে এবং আগুন জ্বলে ওঠে। প্রথমে এটি বেলুনের গ্যাস থেকে সৃষ্টি বলা হলেও স্থানীয়রা বলছেন, বিদ্যুতের একটি ট্রান্সফরমার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। তারা ঘটনাস্থল ঘিরে রেখেছের বলে জানা গেছে।
আজকের বাজার/এমএইচ