রাজধানীর মিরপুরে দুই লেগুনার সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত ১০ জন।
শুক্রবার (১১ মে) দুপুর ২ টা ৫০ মিনিটের দিকে শাহ আলী থানাধীন চটবাড়ি এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-শিবলী সাদিক (৩২) ও ইয়াসিন আহমেদ (২৪)। নিহত আনুমানিক ৮ বছর বয়সী মেয়ে শিশুটির নাম-পরিচয় পাওয়া যায়নি।
শাহ আলী থানার কন্ট্রোলরুমের এক পুলিশ সদস্য বলেন, দুটি লেগুনা একে অন্যকে ওভারটেক করে আসার সময় একটির সঙ্গে আরেকটি ধাক্কা লাগে। পরে সেটি এসে কোনাবাড়ি পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে লেগুনার যাত্রীরা আহত হন।
খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
আজকের বাজার/ এমএইচ