মিরপুরে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকছে আজ

মিরপুর সহ আশপাশের কিছু এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেট্রো রেল প্রকল্পের কাজ চলাকালীন সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরণের গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় গ্যাস থাকবে না তার মধ্যে রয়েছে— চিড়িয়াখানা রোড, মিরপুর ১, ২, ৬, ৭, ১০, ১১, ১২, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি, মিরপুর ক্যান্টনমেন্ট ও এর আশপাশের এলাকা।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (ডিএমআরটি) মেট্রো রেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের নিমিত্তে ‘শাট ডাউন’ কাজের জন্য এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প-কলকারখানা ও সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আজকের বাজার: এমএম/ ০৭ আগস্ট ২০১৭