মিরপুর-আগারগাঁও-কাফরুল বৃহস্পতিবার গ্যাস থাকবে না

মেট্রোরেলের নির্মাণ প্রকল্পের অধীনে ইউটিলিটি স্থানান্তর করার কারণে মিরপুর, আগারগাঁও ও কাফরুল এলাকায় বৃহস্পতিবার ২০ জুলাই গ্যাস থাকবে না ৭ ঘণ্টা।

তিতাস গ্যাস জনসংযোগ ব্যবস্থাপক ওয়াহিদুজ্জামান জানান, বৃহস্পতিবার বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাইপ লাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এদিকে, গ্যাস না থাকার কারণে প্রায়ই জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব এলাকার মানুষদের খাবারের জন্য হোটেলগুলোর সামনে দীর্ঘ লাইন দিয়েও খাবার সংগ্রহ করতে দেখা গেছে।

আজকের বাজার: আরআর/ ১৯ জুলাই ২০১৭