মিরপুর বস্তিতে আগুন: পুড়েছে কয়েক হাজার ঘর

রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশনে অবস্থিত একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ১২ মার্চ সোমবার ভোর ৪টার দিকে স্থানীয়ভাবে ইলিয়াস আলী মোল্লা বস্তি হিসেবে পরিচিত ওই বস্তিতে আগুন লাগে।

জানা গেছে, প্রায় ৭০ বিঘা জমির ওপর গড়ে উঠেছে ইলিয়াস আলী মোল্লা বস্তিটি। প্রায় সাত হাজার টিনের ঘর রয়েছে এই বস্তিতে। এতে বাসিন্দার সংখ্যা প্রায় ২৫ হাজার।

ধারণা করা হচ্ছে, বস্তির সব ঘরই পুড়ে যেতে পারে আগুনে।। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে কি না সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এছাড়া আগুনে ক্ষয়ক্ষতির মোট পরিমাণও এখনো হিসাব করা হয়নি বলে জানান ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজুর রহমান জানান, আগুনের খবর পেয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে।

পরে সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিটের সহয়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।