মিরসরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি

চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতদল ১০ ভরি স্বর্ণালংকার, মোবাইল সেট, ল্যাপটপ, নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

সোমবার, ১৯ মার্চ রাতে উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের দুলা মিয়ার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের হামলায় বাড়ির মালিক মুক্তিযোদ্ধা শাহ আলম হয়েছে।

মঙ্গলবার সকালে জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল দেবনাথ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভূক্তভোগী শাহ আলম জানান, সোমবার রাত আনুমানিক ৩টার দিকে ঘরের দরজা ভেঙ্গে প্রথমে মুখোশধারী ৩জন প্রবেশ করে। এরপরে আরো ৪ জন প্রবেশ করে অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মী করে ফেলে। আমি বাঁধা দেয়ার চেষ্টা করলে আমার হাতে চুরি দিয়ে আঘাত করে। ঘরের মধ্যে আলমিরার তালা ভেঙ্গে ১০ ভরি স্বর্ণালংকার, ৭টি এন্ডুয়েট মোবাইল সেট, দুটি লেপটপ, নগদ ২০ হাজার ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মাঈন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল দেবনাথ বলেন, আমি মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভূক্তভোগী থানায় অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএম/