মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ নারীর লাশ উদ্ধার

মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার, ১৭ এপ্রিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বড়তাকিয়া চক্ষু হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হয় মধ্যবয়সী অজ্ঞাত নারী। খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ভোরে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

এদিকে একই দিন মহাসড়কের নিজামপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে এক নারী নিহত হয়। সকাল ৮টায় নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। নিহতের নাম সাজেদা বেগম (৪০)। সে উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের মধ্য ওয়াহেদপুরের আকতার হোসেনের স্ত্রী।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসেম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

অজ্ঞাত লাশের বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, ‘মহাসড়কের পাশে একটি লাশের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। তবে তার পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে নিহত নারী মানসিক ভারসাম্যহীন’।

আরএম/