য়্যুভেন্টাস থেকে মিডফিল্ডার মিরালেম পিয়ানিজকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। আর কাতালান ক্লাবটি ছেড়ে দিয়েছে দলের মাঝমাঠের আরেক ফুটবলার আর্থার মেলোকে।
তবে বার্সেলোনা আর য়্যুভেন্টাসের জার্সি এই মৌসুম শেষ হওয়ার পরই পরিবর্তন করবেন আর্থার ও পিয়ানিচ। এই দুই ফুটবলারের জন্য চুক্তিটাও হয়েছে ভিন্ন ভাবে। আর্থারকে ৭২ মিলিয়ন ইউরোতে বার্সা থেকে দলে ভিড়িয়েছে য়্যুভেন্টাস। সাথে আছে ১০ মিলিয়নের বোনাস পাওয়ার সুযোগ। ২০১৮ সালে ব্রাজিলের ক্লাব গ্রেমিও থেকে বার্সাতে যোগ দেবার পর ৭০টি ম্যাচ খেলেছেন আর্থার। অনবদ্য পারফর্ম করে নতুন জাভির খেতাবও পান ২৩ বছর বয়সি এই ফুটবলার।
অন্যদিকে পিয়ানিচকে ৬৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে নিয়েছে বার্সেলোনা। বসনিয়ার এই ৩০ বছর বয়সি মিডফিল্ডারের সাথে চার বছরের চুক্তি করেছে বার্সা।