ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র ২৭ আগস্ট ২০১৯, মঙ্গলবার গাজীপুরের ভাওয়াল মির্জাপুরে উদ্বোধন করা হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্র উদ্বোধন করেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোনপ্রধান মোহাম্মদ উল্লাহ্-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গাজীপুর চৌরাস্তা শাখাপ্রধান মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল হক মুসুল্লী, ইউনিটি ফেব্রিক্স ইন্ডাস্ট্রীজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আওলাদ হোসাইন মৃধা, গাজীপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবু তাহের মুসুল্লী এবং বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ মো. শফিকুল ইসলাম। ব্যাংকের এজেন্ট ও মেসার্স বিপু এন্টারপ্রাইজ এর স্বত্ত¡াধিকারী মো. শাহ আলমসহ স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।