টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া ইউনিয়নের আদাবাড়ি গ্রামে ছোট দুই ভাইয়ের হাতে বড় ভাই আজাহার আলী খুন হয়েছেন।
বৃহস্পতিবার (৮জুন) আজাহার আলী ও তার স্ত্রী মহেড়া ইউনিয়নের আদাবাড়ি গ্রামে তাদের নিজ জমিতে একটি দোকান নির্মাণ করতে গেলে দুর্ঘটনাটি ঘটে।
এ সময় আজাহারের স্ত্রী আলেয়া বেগমও গুরুতর আহত হন।
নিহত আজাহার আলী (৬০) আদাবাড়ি গ্রামের মৃত মিয়া চানের ছেলে।
বৃহস্পতিবার আজাহার আলী ও তার স্ত্রী ওই জমিতে একটি দোকান নির্মাণ করতে গেলে আব্দুল জলিল ও বাবুল লাটিসোঠা নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে স্বামী স্ত্রী দুইজনই গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে আজাহার আলীর মৃত্যু হয়।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল কুমার দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজার/ এসএম