বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে দুদকের দায়ের করা মামলা বাতিলের আবেদন সরাসিরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রোববার, ১১ নভেম্বর বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার মামলা বাতিলে মির্জা আব্বাসের আবেদনটির উপর শুনানি গ্রহণ করে রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত।
দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোঃ খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
আদালত সূত্র জানায়, গত ৪ অক্টোবর মামলা বাতিলের আবেদন করেছিলেন মির্জা আব্বাস। এরপর ২২ অক্টোবর শুনানির দিন আসামিপক্ষে কেউ উপস্থিত না থাকায় ওইদিন সরাসরি আবেদনটি খারিজ করা হয়। পরে মির্জা আব্বাসের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আনসাইন আদেশটি রি-কল করা হয়। এরপর বৃহস্পতিবার আসামিপক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী শুনানিতে অংশ নেন। ওইদিন শুনানি নিয়ে আজ আদেশের জন্য দিন ধার্য করেছিলেন আদালত।
২০০৭ সালের ১৬ আগস্ট ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ২৩৪ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৩৩ লাখ ৪৮ হাজার ৫৮১ টাকার তথ্য গোপনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মোঃ শফিউল আলম রমনা থানায় মামলাটি দায়ের করেন।
মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত ৬ এ বিচারাধীন আছে।
আজকের বাজার/এমএইচ