হাইকোর্টের সামনে গাড়ি ভাংচুরের ঘটনায় করা মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষস্থানীয় চার নেতা।
বৃহস্পতিবার হাইকোর্টে হাজির হয়ে তারা আগাম জামিন আবেদন করেন। শুনানি নিয়ে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের আট সপ্তাহের আগাম জামিন দেন।
আগাম জামিন পাওয়া অপর তিন নেতা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে রাতে পুলিশ বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০১ জনের বিরুদ্ধে মামলা করে।
এই মামলায় বৃহস্পতিবার বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে হাইকোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
আজকের বাজার/এমএইচ