মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক মঙ্গলবার মারা গেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। ৩০ বছর দেশ শাসনের পর ২০১১ সালে আরব বসন্ত নামে এক অভ্যুত্থানে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।
মিসরের চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে মুবারক ১৯৮১ সালে ক্ষমতায় আরোহন করেন। অভ্যুত্থানের পর কয়েক বছর তিনি কারাবন্দী থাকেন। ২০১৭ সালে অধিকাংশ অভিযোগ থেকে রেহাই পাওয়ার পরে তিনি জেল থেকে মুক্তি পান। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান