মিশরের গোলযোগপূর্ণ সিনাই উপদ্বীপে জঙ্গিরা রোববার একটি গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে। নিরাপত্তা সূত্র একথা জানায়। সূত্র আরো জানায়, প্রাদেশিক রাজধানী আল-আরিশের প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে মুখোশ পরা বন্দুকধারীরা একটি গাড়িতে করে এসে এ হামলা চালায়। সেখানে তারা শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়ে পাইপলাইন উড়িয়ে দেয়। এ হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি এবং কোন গ্রুপ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
সূত্র জানায়, এটি একটি আভ্যন্তরীণ গ্যাস পাইপলাইন যা সিনাইয়ের মধ্যাঞ্চলে বাসাবাড়ি ও বিভিন্ন কারখানায় বিদ্যুত সরবরাহ করার কাজে ব্যবহৃত হয়। যা আল-আরিশের একটি বিদ্যুত কেন্দ্রের সঙ্গে যুক্ত রয়েছে। এদিকে মিশর ও ইসরাইলের কিছু সংবাদমাধ্যমের খবরে বলা হয়, জঙ্গিরা যে গ্যাস পাইপলাইনে হামলা চালিয়েছে তা দুই দেশকে যুক্ত করা ইসরাইলের সমুদ্র তীরবর্তী গ্যাসক্ষেত্র লাভিয়াথানের অংশ ছিল। তবে লাভিয়াথান কনসোর্টিয়াম কাছে এমন হামলার দাবি প্রত্যাখান করেছে।
ইসরাইল ১৫ বছরের জন্য করা যুগান্তকারী এক চুক্তির আওতায় এ মাসের গোড়ার দিকে এই প্রথমবারের মতো মিশরের প্রাকৃতিক গ্যাস উত্তোলন শুরু করে। উত্তোলিত তেল পরিশোধিত করে তা ইউরোপের দেশগুলোতে রপ্তানি করতে তারা এক হাজার ৫শ’কোটি ডলারের এ চুক্তি করে। গত সপ্তাহে ইসলামিক স্টেট গ্রুপ তাদের যোদ্ধাদের নতুন করে হামলা চালাতে উৎসাহিত করে এবং তারা ইসরাইলের বিরুদ্ধে বড় ধরনের হামলা চলানোর অঙ্গীকার ব্যক্ত করে।
মিশরের জ্বালানি মন্ত্রণালয় এ হামলার ব্যাপারে কোন মন্তব্য করেনি। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান