মিশরের বিখ্যাত গিজা পিরামিডের কাছে রোববার পর্যটকবাহী একটি বাস মাটিতে পেতে রাখা বোমার ওপর দিয়ে যাওয়ার সময় সেটির বিস্ফোরণ ঘটে। এতে দক্ষিণ আফ্রিকার নাগরিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে।
হাসপাতাল ও নিরাপত্তা সূত্রে জানা গেছে, গিজা দিয়ে বাসটি যাওয়ার সময় রাস্তার পাশে পেতে রাখা বোমাটির বিস্ফোরণ ঘটে। এতে পাশের একটি গাড়িতে এক মিশরীয়ও আহত হয়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
তারা আরো জানায়, এই ঘটনায় ১৭ জন আহত হয়েছে।
তবে তাদের পরিচয় জানানো হয়নি। এই ঘটনায় কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে জানিয়েছে, এই বাস বিস্ফোরণে পর্যটক দলটির সাথে থাকা তাদের ৩ জন নাগরিক আহত হয়েছে। পর্যটক দলটির সাথে ২৮ দক্ষিণ আফ্রিকান নাগরিক ছিল।
নিরাপত্তা সূত্র জানায়, ‘একটি শক্তিশালী বিস্ফোরণে বাসের জানালার কাচ ভেঙ্গে গেছে। এতে দক্ষিণ আফ্রিকার ২৫ পর্যটক ছিলো। একটি প্রাইভেট কারে চার জন মিশরীয় পর্যটক ছিল। বিস্ফোরণে কারের জানালাও ভেঙ্গে গেছে।’