মিসরের উত্তর সিনাই প্রদেশের একটি মসজিদে গুলি ও বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে পৌঁছেছে। শুক্রবার জুমার নামাজের সময় বির আল আবেদ শহরে এ হামলার ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমইএনএ জানিয়েছে, এ হামলায় আহত হয়েছে অন্তত ১৩০ জন। আহতের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আরিশ শহরের পশ্চিমে বির আল-আবেদ এলাকার আল রাওদাহ মসজিদে ওই হামলা চালানো হয়। হামলার পর অ্যাম্বুলেন্স ঘটনাস্থল থেকে হতাহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালগুলোতে নিয়ে যাচ্ছে।
এ হামলার পরপরই দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন।
এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে জঙ্গিগোষ্ঠী আইএস এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০১৩ সালে সেনা অভ্যুত্থানে মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশটিতে সংঘাত ছড়িয়ে পড়ে।
আজকের বাজার:এলকে/এলকে ২৫ নভেম্বর ২০১৭