মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে গিজা প্রদেশে একটি মিনিবাস বাস খালে পড়ে দুর্ঘটনায় কমপক্ষে আটজন নিহত ও সাতজন আহত হয়েছে। গিজা হাসপাতালের একটি সূত্র সোমবার সিনহুয়াকে এ কথা জানায়।
রাষ্ট্র পরিচালিত আহরাম পত্রিকা একটি সরকারি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানায়, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গিজার আল-মারিওশিয়া খালে পড়ে যায়।
এতে আরো বলা হয় মিনিবাসটি মরুভূমির রাস্তা দিয়ে একটি সংস্থার শ্রমিকদের মুনুফিয়া প্রদেশে তাদের বাড়ি পৌঁছে দিচ্ছিল। মেডিকেল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্ত দুর্ঘটনার জন্য চালকের উচ্চ গতিকে কারণ বলে উল্লেখ করেছে। রাষ্ট্রপক্ষ দুর্ঘটনার তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছে।
মিশরে সড়ক দুর্ঘটনার হার বেশ উচ্চ। ট্র্যাফিক নিয়ম না মেনে উচ্চ গতিতে গাড়ি চালানোর কারণে প্রতি বছর সেখানে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান