মিশরে সরকারের মেয়াদ বাড়াতে গণভোট

Giza, Egypt. 23rd May 2012 -- Voter casts his ballot in Egypt's presidential election. -- Voters line up in front of one of the polling stations to cast their vote in the first phase of the presidential elections 2012, for both 23rd and 24th to return to take place on 16 and 17 of June.

মিশরে প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি সরকারের শাসনকে আরো সুদৃঢ় করতে শনিবার দেশটিতে গণভোট শুরু হয়েছে।
মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবাদ সত্ত্বেও তিনদিনব্যাপী এই ভোট গ্রহণের মধ্যদিয়ে সংবিধান পরিবর্তনকে মঞ্জুর করা হবে বলে ধারণা করা হচ্ছে। এই পরিবর্তনের ফলে আরব বিশ্বের সবচেয়ে বড় এ দেশে সিসির মেয়াদ অন্তত ২০২৪ সাল পর্যন্ত বাড়ানো হবে। খবর এএফপি’র।
ভোটের পর সংবিধান সংশোধন করে ৬৪ বছর বয়সী সিসি নতুন করে আরো ছয় বছর মেয়াদে দেশ শাসনের সুযোগ পাবেন। এর মাধ্যমে বিচার বিভাগের ওপর তার নিয়ন্ত্রণও আরো বাড়বে এবং এটা সামরিক বাহিনীকে রাজনৈতিক ক্ষেত্রে অধিকতর প্রভাব বিস্তারের সুযোগ করে দিবে।