মিশরের নীল নদের তীরবর্তী শহর লুক্সোরের কাছে একটি সমাধিতে তিনটি মমির সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। মমিগুলো প্রায় সাড়ে ৩ হাজার বছর আগের বলে ধারণা করা হচ্ছে।
বিবিসির খবরে বলা হয়েছে, মমি তিনটি একজন নারী ও তার দুই সন্তানের। প্রত্নতত্তবিদদের মতে, ওই নারীর বয়স প্রায় ৫০ বছর। তিনি হাড়ে ব্যাকটেরিয়াজনিত কারণে মারা গিয়েছিলেন। তার দুই ছেলের বয়স আনুমানিক ২০ ও ৩০ বছর। মমি তিনটি এখনও ভালো অবস্থায় রয়েছে।
এছাড়াও সমাধির মধ্যে লুক্সোরের রাজকীয় স্বর্ণকার আমেননেমহাত ও তার স্ত্রীর পাশাপাশি বসা অবস্থায় একটি মূর্তিও পাওয়া যায়। তবে মমিগুলোর সঙ্গে আমেননেমহাতের কোনো সম্পর্ক আছে কি না- তা এখনও নিশ্চিত করতে পারেননি গবেষকরা। এককালে মিশরীয়দের কাছে বেশ ক্ষমতাশালী দেবতা বলে পরিচিত ছিলেন আমুন। সেই আমুনের স্বর্ণকার ছিলেন আমেননেমহাত।
মিশরের পুরাতত্ত্ব মন্ত্রী খালেদ আল আনানি বলেন, “আমরা সমাধিস্তম্ভের অভ্যন্তরে ও বাইরে অনেক সরঞ্জাম খুঁজে পেয়েছি। সেখানে মমি, কফিন, চিরুনী, মুখোশ, কিছু স্বর্ণালঙ্কার ও মূর্তি পাওয়া গেছে। অনুসন্ধানের কাজ এখনো চলছে।”
আজকের বাজার : এমএম / ১২ সেপ্টেম্বর ২০১৭