মিশরের রাজধানী কায়রোর এক মহাসড়কে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় চীনের দুই নাগরিক নিহত ও আরো চারজন আহত হয়েছে। মিশরের চীনা দুতাবাস একথা জানায়। খবর সিনহুয়ার।
দূতাবাসের বরাত দিয়ে সিনহুয়ার খবরে বলা হয়, রাজধানী কায়রোর উত্তরের মাদি জেলার ওই মহাসড়কে স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খবরে আরো বলা হয়, চিকিৎসার পর আহতদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। তারা দক্ষিণ আফ্রিকার এ দেশ সফরে এসেছে।খবর বাসস।
দূতাবাস জানায়, বাসের টায়ার ফেটে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই আহতদের দূতাবাস থেকে সহযোগিতা দেয়া হয়।
আজকের বাজার/লুৎফর রহমান