যুক্তরাষ্ট্রে মঙ্গলবার অনুষ্ঠেয় নির্বাচনে দু’পক্ষই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
শনিবার মিশিগানে প্রচারণা চালাবেন ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন। এই প্রথমবারের মতো তার সঙ্গে যুক্ত হচ্ছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তারা উভয়ে ফ্লিন্ট ও ডেট্রয়েট শহরে গাড়ি সমাবেশে অংশ নেবেন।
এদিকে একই দিনে পেনসিলভেনিয়ায় প্রচারণা চালাবেন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অঙ্গরাজ্যে ট্রাম্প ২০১৬ সালে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে বিজয়ী হয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচন অনেকটাই ম্লান হয়ে পড়েছে করোনা মহামারির কারণে। শুক্রবার একদিনে দেশটিতে ৯৪ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। মোট ৯০ লাখেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত। মারা গেছে প্রায় ২ লাখ ৩০ হাজার আমেরিকান।
এ প্রেক্ষিতে দেশটিতে এবারে রেকর্ড পরিমাণ ভোটার আগাম ভোট দিয়েছে। নির্বাচনের দিন ভিড় এড়াতেই ইতোমধ্যে ৮ কোটি ৬০ লাখ ভোটার আগাম ভোট দিয়েছে।