মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রপ্রবণতায় লেনদেন চলছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। আর বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ১০৮ কোটি ৩৩ লাখ টাকার।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার।এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৫৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩০২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৭৪ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ১৪৬ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।
আরএম/