সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের মিশ্রবস্থায় লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেনও আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৭৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬২৭ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, দর কমেছে ১৪৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৫টির।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৫২ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৯২ কোটি ২৫ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৩৪৭ কোটি ২৯ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২২২ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩২টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর। আজ ১৮ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।