ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১৩৯ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১০১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪১২ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৪৯ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৮৫২ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।ৱ
আজকের বাজার : আরএম/১৫ ফেব্রুয়ারি ২০১৮