মিশ্রাবস্থায় লেনদেন শেষ

ডিএসই-সিএসই

সপ্তাহের শেষ কার্যদিবস,বৃহস্পতিবার মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে দেশের দুই পুঁজিবাজারে।তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ে সূচক ও লেনদেন বেড়েছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের(সিএসই)। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। তবে এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে।সেই সঙ্গে সিএসই তে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

এদিন, ডিএসইতে ৪০২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৪ কোটি ১৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে ৪০৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮০টির, কমেছে ৯৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৩০ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২৭৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর।

আজকের বাজার:এসএস/১৪ডিসেম্বর ২০১৭