দেশের দুই পুঁজিবাজারে মূল্য সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে । তবে দুই বাজারেই দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের। বেচাকেনাও বেড়েছে উভয় স্টক এক্সচেঞ্জে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৪৩ পয়েন্ট বা দশমিক শূন্য ৩ শতাংশ কমে ৫ হাজার ৬৫৪ দশমিক ৬২ পয়েন্টে নেমে আসে। ৫ দশমিক শূন্য ৫ পয়েন্ট বা দশমিক ২৪ শতাংশ কমে ২ হাজার ৭৮ দশমিক ৭৬ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। তবে দশমিক ৭৬ পয়েন্ট বা দশমিক শূন্য ৬ শতাংশ বেড়ে ১ হাজার ২৯৭ দশমিক ৫১ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ২৫ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৮৩৭টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৮৫৫ কোটি ১৩ লাখ ৩১ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৮০১ কোটি ১৯ লাখ ৪৭ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৭৯টির, কমেছে ১১৩টির ও অপরিবর্তিত ছিল ৩৮টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ১০ দশমিক ২১ পয়েন্ট কমে ১০ হাজার ৫৮১ দশমিক ১৬ পয়েন্টে নেমে আসে। ১০৫ দশমিক ৫৭ পয়েন্ট কমে ১৫ হাজার ৪৭৪ দশমিক ৮ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৬৩ কোটি ১৫ লাখ ৪৭ হাজার ৭৬৪ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৩৪ কোটি ৬৫ লাখ ২৯ হাজার ৬৯০ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ৯৬টির ও অপরিবর্তিত ছিল ২৯টির বাজারদর।
আজকের বাজার: আরআর/ ০২ জুলাই ২০১৭