মিশ্র প্রবনতায় চলছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের মিশ্র প্রবনতায় লেনদেন শুরু হয়েছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। লেনদেনের ৪৫ মিনিটে ডিএসইতে লেনদেন হয়েছে ৯৬ কোটি টাকা ৫ লাখ টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দর হারিয়ে লেনদেন হচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ২ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ১৬৩ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩১৫ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০ টির দর কমেছে ১৪৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৯ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ১৭ কোটি ১০ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৮২৭ পয়েন্টে। লেনদেন হওয়া ১০৮ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ৪১ টির দর বাড়ে ৪১ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ২৬ টির দর।

 

আজকের বাজার/মিথিলা