এরই মধ্যে জমে উঠেছে মিষ্টি জান্নাতের রেস্টুরেন্ট সিনে ক্যাফে, জানালেন নায়িকা। আর মাঝে-মধ্যে সেখানে চোখে পড়ছে নানা অঙ্গনের সেলিব্রিটিদের। মঙ্গলবার সন্ধ্যায় সিনে ক্যাফেতে আসেন ক্রিকেটার তাসকিন আহমেদ। অনেকটা সময় নায়িকার সঙ্গে আড্ডাও দেন।
মিষ্টি জানান, তার আমন্ত্রণে সাড়া দিয়ে সন্ধ্যা ৭টায় সিনে ক্যাফেতে হাজির হন তাসকিন। প্রায় ঘণ্টাখানেক ছিলেন এ তারকা পেসার।
রেস্টুরেন্টের পাশাপাশি পোশাকের দোকানও রয়েছে মিষ্টি জান্নাতের। সেখানেও মাঝে-মধ্যে সেলিব্রিটিদের পা পড়ে।
মিষ্টির মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘তুই আমার’। সজল আহমেদ পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন সাইমন। এছাড়া ‘রংবাজ খিলাড়ি’ নামের একটি তামিল সিনেমায় অভিনয় করছেন। পরিচালনা করছেন সত্যপ্রকাশ। এতে তার বিপরীতে অভিনয় করেন তামিল নায়ক রাকেশ ও বান্টি ব্যানার্জি। মুক্তির অপেক্ষায় আছে তুই আমার রানী ও আমার প্রেম তুমি।
মিষ্টি জান্নাত ২০১৪ সালের মাঝামাঝিতে ‘লাভ স্টেশন’ দিয়ে সিনে পর্দায় পা রাখেন। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন বাপ্পী। পরের বছর মুক্তি পায় ‘চিনি বিবি’।
আজকের বাজার : সালি / ১ ফেব্রুয়ারি ২০১৮