রাশিয়া বিশ্বকাপ থেকেআগেই ছিটকে পড়েছে মিসর ও সৌদি আরব। গ্রুপ পর্বে দুদলই গ্রুপ টানা দুই ম্যাচ হেরে নিজেদের বিদায় ঘণ্টা বাজিয়েছে। তাই সামারা অ্যারেনায় মিসর-সৌদির ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতা মাত্র। তবে রাশিয়া বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে সৌদি। শেষ মুর্হূতের গোলে মিসরকে হারায় ২-১ গোলে।
ভলগোগ্রাদ এরিনায় শুরুতে ছন্দময় ফুটবল উপহার দেয় মিসর। একের পর এক আক্রমণে সৌদি আরবকে ব্যতিব্যস্ত রাখেন মিসরীয়রা। ফলে এগিয়ে যেতেও সময় লাগেনি। ২২ মিনিটে প্রাণভোমরা সালাহর গোলে এগিয়ে যান তারা। আল সাঈদের দূরপাল্লার ক্রস ধরে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান তিনি। বিশ্বকাপে এটি তার দ্বিতীয় গোল।
পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় সৌদি আরব। পাল্টা আক্রমণে মিসর শিবিরে ত্রাস ছড়ান আরাবিয়ানরা। তবে কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছিলেন না তারা। পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় সৌদি আরব। অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের দেখা পায় সৌদি। সফল স্পট কিকে নিশানাভেদ করেন সালমান আল ফারাজ। বিশ্বকাপে এটি তার প্রথম গোল।
আক্রমণে ওঠা মুওয়ালাদকে ডি বক্সের মধ্যে আলি গাবর ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকে ঠিকানায় বল পাঠাতে মোটেও ভুল করেননি ফারাজ। ফলে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশটি।
পরে ৯০ মিনিটের খেলা শেষে রেফারির দেওয়া অতিরিক্ত সময়ের ৫ মিনিটের মাথায় গোল দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে আরব দেশটি। অন্তত শেষ ম্যাচে পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়নি সৌদিকে।
আরএম/