মিসরে ৫২ জঙ্গিকে হত্যা করেছে দেশটির সামরিক বাহিনী। এছাড়া গ্রেফতার করা হয়েছে অর্ধ-শতাধিক জঙ্গিকে। খবর আল জাজিরার।
সম্প্রতি দেশটির সিনাই উপদ্বীপে অভিযান চালিয়ে এসব জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে সামরিক বাহিনী।
রোববার (৫ আগস্ট) এক ঘোষণায় এমনটা জানিয়েছে সামরিক বাহিনী।
সেনাবাহিনীর বিবৃতি উদ্ধৃত করে খবরে বলা হয়, সম্প্রতি গোলযোগপূর্ণ উত্তর সিনাই উপদ্বীপে অভিযান চালালে এ হতাহতের ঘটনা ঘটে। সেনাবাহিনী ২৬টি গোপন আস্তানা ধ্বংস করে এবং ৬৪টি বিস্ফোরক যন্ত্র নষ্ট করে দেয়।
সেনাবাহিনী জানিয়েছে, গত কয়েকদিন ধরে চলমান অভিযানে ৫২ জন চরম মাত্রার বিপজ্জনক ব্যক্তিকে হত্যা করে হয়েছে। গ্রেফতার করা হয়েছে আরো ৪৯ জনকে।
সব মিলিয়ে সামরিক বাহিনীর অভিযানে অঞ্চলটিতে নিহত জঙ্গির সংখ্যা দাঁড়িয়েছে ৩০০ জনে।
উল্লেখ্য, ২০১৩ সালে দেশটির প্রথম গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে সশস্ত্র জঙ্গিদের তৎপরতা শুরু হয়।
আজকের বাজার/একেএ