মিসরে সেনা অভিযানে ৫২ জঙ্গি নিহত

মিসরের সিনাই উপদ্বীপে সেনাবাহিনীর অভিযানে অন্তত ৫২ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আরো অর্ধ-শতাধিক জঙ্গিকে।

রোববার (৫ আগস্ট) দেশটির সেনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সম্প্রতি গোলযোগপূর্ণ উত্তর সিনাই উপদ্বীপে অভিযান চালালে এ হতাহতের ঘটনা ঘটে। খবর ইউএনবি।

সন্দেহভাজন আরো ৪৯ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনী ২৬টি গোপন আস্তানা ধ্বংস করে এবং ৬৪টি বিস্ফোরক যন্ত্র নষ্ট করে দেয়।

এছাড়া দেশের পশ্চিম মরুভূমিতে এবং দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ ৩২টি যানবাহন ধ্বংস করে দেয় সেনা সদস্যরা।

গত ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে মিসর সরকার। ২০১৩ সালে সিনাই উপদ্বীপে ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জঙ্গি দলগুলোর উত্থানের পর থেকে তাদের উৎখাতের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

 

আজকের বাজার/এমএইচ