চলমান চতুর্থ রোলবল বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদশে। হংকং, ভুটানের পর মিয়ানমারকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিকরা। এদিন মিয়ানমারকে ১১-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
রবিবার সকালে মিরপুর ইনডোর স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হয় বাংলাদেশ। পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেন হৃদয়-আসিফরা। যার ফলস্বরূপ দুরন্ত জয় তুলে নেয় বাংলাদেশ। অন্যদিকে মিয়ানমার একটিও গোল পরিশোধ করতে পারেনি।
এর আগে রোল বল বিশ্বকাপের চতুর্থ আসরের প্রথম দিন হংকংকে ১৯-১ ব্যবধানে হারিয়ে এ টুর্নামেন্টে দুরন্ত সূচনা করে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভূটানকে ৯-২ গোলের ব্যবধানে হারানোর পর এবার মিয়ানমারকে হারিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করলো বাংলাদেশ।
সুত্র: দ্য রিপোর্ট