মিয়ানমারের গণহত্যায় ফেসবুকের ভূমিকা

মিয়ানমারের গণহত্যা বিষয়ে জাতিসংঘের তদন্ত কর্মকর্তা  ইয়াংহি লি বলেন, বিদ্বেষমূলক বক্তব্য ফেইসবুকে ছড়ানোর কারণেই পরিস্থিতি ভয়াবহ হয়েছে ।

সোমবার, জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইয়াংহি লি অভিযোগ করেন, ফেইসবুকের মাধ্যমেই রোহিঙ্গা ও অন্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা ও ঘৃণ্য বক্তব্য ছড়ানো হয়েছে।

মিয়ানমারে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের চেয়ারম্যান মারজুকি দারুসম্যান বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসিলমদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিশেষ ভূমিকা রেখেছে। মিয়ানমারে সামাজিক যোগাযোগ মানেই ফেইসবুক।

এর আগে কর্তৃপক্ষ জানায়, বিদ্বেষমূলক বক্তব্যের জন্য কোনো জায়গা ফেইসবুকে নেই। এছাড়া মিয়ানমার সংক্রান্ত যে কোনো বিদ্বেষমূলক পোস্ট সরাতে তারা কাজ করছে বলেও জানানো হয়।

গেলো বছরের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সেনা অভিযানের মুখে, প্রায় সাত লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে।

আজকের বাজার/আরজেড