মিয়ানমারের সামরিক জান্তা প্রধান অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে রাশিয়া সফর করবেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার সংবাদ মাধ্যম শনিবার এ কথা জানায়।
গত ফেব্রুয়ারিতে মস্কোর ইউক্রেনে আগ্রাসন এবং গত বছর নেপিদো’র সামরিক অভ্যূন্থানের কারনে দেশ দু’টি কূটনৈতিকভাবে বিচ্ছিন্নতার মধ্য দিয়ে মিন অং হ্লায়াং রাশিয়া সফরে যাচ্ছেন।
‘দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’ জানিয়েছে, দূর প্রাচ্যের শহর ভøাদিভোস্টকে অনুষ্টেয় ইষ্টার্ন ইকনোমিক ফোরামে জান্তা প্রধান যোগ দিবেন।
চীন, ভারত, কাজাখস্তান,জাপানসহ অন্যান্য দেশের প্রতিনিধিরা এই ফোরামে অংশ নিবেন।
রিপোর্টে বলা হয়েছে,সামরিক জান্তা দু’দেশের মধ্যে সহযোগিতা আরো জোরদার এবং বন্ধুত্বপূর্ণ, অর্থনৈতিক সম্পর্ক এবং সরকারের সঙ্গে সম্পর্ক আরো গভীর করা নিয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
গত বছরের ফেব্রƒয়ারিতে অং সান সূ চির গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যূত করার পর থেকে মিয়ানমারের ওপর পশ্চিমারা নিষেধাঞ্জা আরোপ করে এবং সম্পর্কের টানাপোডেন শুরু হয়।
আগামী নভেম্বরে কম্বোডিয়ার রাজধানী নমপেনে অনুষ্ঠেয় দক্ষিণ-পূর্ব এশিয়ান দেশগুলোর সংগঠন আসিয়ানের শীর্ষ নেতাদের সম্মেলনে মিন অং হ্লায়ানকে আমন্ত্রন জানানো হবে না।