মিয়ানমারের ৭ সেনা কর্মকর্তার ওপর ইইউ’র অবরোধ

মিয়ানমারের ৭ জন শীর্ষ সেনা কর্মকর্তার ওপর অবরোধ আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খবর রয়টার্স’র।

রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর বর্বরতা চালানো ও মানবাধিকার লঙ্ঘনের জন্য সোমবার (২৫ জুন) তাদের ওপর এ অবরোধ আরোপ করা হয়।

রয়টার্স’র খবরে বলা হয়, সেনা কর্মকর্তাদের মধ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার দায়িত্বে থাকা জেনারেলও রয়েছেন।

অবরোধের আওতায় এই ৭ জনের সম্পদ জব্দ করা হবে। তারা ইউরোপে ভ্রমণ করতে পারবেন না।

এছাড়া মিয়ানমারের কাছে অস্ত্র রফতানিতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। মিয়ানমার সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও সহযোগিতা দেওয়া বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজকের বাজার/একেএ