জাতিসংঘের মানবাধিকার সংস্থার জন্য কাজ করা তদন্তকারীরা সোমবার বলেছেন, রোহিঙ্গা মুসলিমদের ‘গণহত্যার’ জন্য মিয়ানমারের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা উচিৎ।
জাতিসংঘ সমর্থিত হিউম্যান রাইটস কাউন্সিলের অধীনে কাজ করে তিন সদস্যের ‘ফ্যাক্ট ফাইন্ডিং মিশন’ রোহিঙ্গাদের বর্ণনা, স্যাটেলাইট ফুটেজ ও অন্যান্য তথ্য প্রতিবেদন একত্রিত করে দক্ষতার সঙ্গে কাজ করে একটি প্রতিবেদন তৈরি করেছে।
এতে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের হত্যা, নির্যাতনের জন্য দায়ী সেনা সদস্যদের বিচারের মুখোমুখি করার কথা বলা হয়।
কয়েকশ’ রোহিঙ্গাদের সাক্ষাৎকার ও স্যাটেলাইট ফুটেজ ব্যবহার করে তদন্তকারী দলটি গণধর্ষণ, শত শত গ্রামে অগ্নিসংযোগ ও শিশু হত্যাসহ অসংখ্য অপরাধের বিবরণ সংগ্রহ করে।
তবে দলটিকে মিয়ানমারে প্রবেশের সুযোগ দেয়া হয়নি এবং দেশটির সরকারের কাছ থেকে কোনো সহযোগিতার করা হয়নি। দলটির তদন্তে উঠে আসে, সহিংসতায় প্রায় ১০ হাজার মানুষকে হত্যা করা হয়।
সর্বোপরি তদন্তকারীরা বলেছে, মিয়ানমারের পরিস্থিতি আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা উচিৎ। এটি যদি না হয় তবে একটি বিশেষ ট্রাইবুনাল গঠন করা উচিৎ।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী `গণহত্যার অভিপ্রায়’ থেকেই রাখাইনের অভিযানে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা, ধর্ষণের মতো ঘটনা ঘটিয়েছে বলে স্বাধীন আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের ওই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
আইন প্রয়োগের নামে ভয়ঙ্কর ওই অপরাধ সংঘটনের জন্য মিয়ানমারের সেনাপ্রধান এবং জ্যেষ্ঠ পাঁচ জেনারেলকে বিচারের মুখোমুখি করার সুপারিশ করা হয়েছে ওই প্রতিবেদনে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার ওই প্রতিবেদনে রাখাইনের পাশাপাশি শান ও কাচিন অঞ্চলেও সেনাবাহিনীর বিরুদ্ধে ‘মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।
সেখানে বলা হয়েছে, মিয়ানমারের নোবেলজয়ী নেত্রী অং সান সু চির বেসামরিক সরকার বিদ্বেষমূলক প্রচারকে উসকে দিয়েছে, গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করেছে এবং সেনাবাহিনীর মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ থেকে সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করতে ব্যর্থ হয়েছে।
প্রতিবেদনের শেষে বলা হয়েছে, এই প্রতিবেদনে মিয়ানমারের শীর্ষ সেনা কর্মকর্তাদের বিচার এবং তদন্তের জন্য যথেষ্ট তথ্য রয়েছে, যার মাধ্যমে একটি উপযুক্ত আদালত রাখাইন রাজ্যে যে গণহত্যার ঘটনা ঘটেছে তা নির্ধারণ করতে পারেন।
আজকের বাজার/এমএইচ