মিয়ানমারে কারাগার ভেঙে বেশ কিছু বন্দী পালিয়েছে। পুলিশ তাদের খুঁজছে। কারাগারে প্রবেশ করা একটি ট্রাক ছিনতাই করে ও গেট ভেঙ্গে রোববার তারা পালায়।
দেশটির পূর্বাঞ্চলীয় কারেন রাজ্যের হাপা এন কারাগারে বন্দী পালানোর এই ঘটনা ঘটে। খবর এএফপি’র।
কারা কর্মকর্তা খিন থেট বার্তা সংস্থা এএফপিকে বলেন, বন্দীরা একজন কারা কর্মকর্তাকে আহত করে। এর পর তারা ট্রাকে করে পালিয়ে যায়।
তিনি এলাকাবাসীকে অপরিচিত বা রহস্যজনক কাউকে এলাকায় দেখলে পুলিশকে খবর দিতে বলেন।
প্রদেশটির পুলিশ প্রধান আং মায়াট বলেন, ৪১ জন বন্দী পালিয়েছে। তবে ইতিমধ্যে ৩ জনকে পুনরায় আটক করা হয়েছে। অন্যদেরকে আটকের চেষ্টা চলছে। তথ্য-বাসস।
আজকের বাজার/এএল