গত বছরের আগস্ট মাসের শেষদিকে রোহিঙ্গাদের উপর জাতিগত নির্যাতন শুরু করে মিয়ানমার। ফলে এই জনগোষ্ঠীর বিপুল সংখ্যক মানুষ আশ্রয় নেন বাংলাদেশে। এই ঘটনার অভিনব প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান। বৃহস্পতিবার ইয়াঙ্গুনে শুরু হয়েছে গলফের এশিয়ান ট্যুরের মিয়ানমার ওপেন। সাড়ে সাত লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন সিদ্দিকুর।
২০১০ সালে প্রথম বাংলাদেশি গলফার হিসেবে এশিয়ান ট্যুরে অংশ নেয়ার সুযোগ পান সিদ্দিকুর। মিয়ানমার ওপেনে এবার বিশ্বের বিভিন্ন দেশের ১৫৬ জন গলফার অংশ নিচ্ছেন। রোহিঙ্গাদের প্রতি অমানবিক আচরণের বিষয়টি মেনে নিতে পারেননি সিদ্দিকুর। সে কারণেই এক মাস আগে এই টুর্নামেন্টের আয়োজকদের জানিয়ে দিয়েছেন যে তিনি অংশ নিচ্ছেন না।
রোহিঙ্গাদের উপর চলা এই অমানাবিক নির্যাতনের ঘোর বিরোধী সিদ্দিকুর। সেজন্যই মিয়ানমারে যাচ্ছেন না তিনি, 'আমি রোহিঙ্গাদের সমর্থন করি। রোহিঙ্গাদের নিয়ে এতো সমস্যা হচ্ছে, এখন আমি যদি মিয়ানমারে খেলতে যাই তাহলে এটার একটা ব্যাড ইমপ্যাক্ট (খারাপ প্রভাব) আসতে পারে।'
২০১৬ সালের রিও অলিম্পিক গেমসে অংশ নেয়া সিদ্দিকুর চান পুরো ব্যাপারটা যাতে দ্রুত সমাধান করা হয়।
আজকের বাজার: সালি / ২৬ জানুয়ারি ২০১৮