মিয়ানমারে নতুন উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা

মিয়ানমার সরকার নতুন উপ-স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মেজর জেনারেল অং থুকে নিয়োগ দিয়েছে। তিনি মেজর জেনারেল অং সোয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন। তিনি কমান্ডার ইন চিফের (আর্মি) দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (২৯ মে) প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ সংক্রান্ত এক নির্দেশ জারি করা হয়। খবর এএফপি’র।

নির্দেশে বলা হয়, অং সোয়ের দায়িত্ব পুনঃনির্ধারণ করা হয়েছে।

মিয়ানমারের সংবিধান অনুযায়ী, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সামরিক কর্মকর্তাদের জন্য সংরক্ষিত। এদিকে শুক্রবার রাতে পরিকল্পনা ও অর্থমন্ত্রী ইউ কিয়াউ উইন পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

 

আজকের বাজার/এমএইচ