মিয়ানমারের মধ্যাঞ্চলে বন্যায় ছয়জন নিখোঁজ হয়েছে । খবর সিনহুয়ার
খবরে বলা হয়, নিখোঁজ এ ছয়জনের মধ্যে চার বালক ও দুই বালিকা রয়েছে। মেগওয়ে অঞ্চলের সাও শহরতলী দিয়ে প্রবাহিত একটি উপ-নদী পার হওয়ার সময় তারা হারিয়ে যায়।
তাদের উদ্ধারে সেখানে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে।
আরজেড/