মিয়ানমারে ভূমিধসে ৬ জনের মৃত্যু

মিয়ানমারে ভূমিধসের ঘটনায় ৬ জনের প্রাণহানি ঘটেছে।

শনিবার(২৩ জুন) রাজ্য কাচিনের ফাকান্তে টাউনশিপ ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স কমিটি’র স্টাফ কোয়ার্টার্সে এ ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

তথ্য ও জনসংযোগ বিভাগ জানায়, ভারী বৃষ্টিপাতের কারণে এলাকাটি পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। মাওগালোন, সুতাউং ও ফাপিন গ্রামেও ভূমিধস হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।

আরজেড/