পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেনাপ্রধানের আসন্ন মিয়ানমার সফর সম্পর্কে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে ব্রিফ করেছেন।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মোমেনের সাথে সাক্ষাৎ শেষে জেনারেল আজিজ সাংবাদিকদের সংক্ষিপ্তভাবে বলেন,‘এটি একটি রুটিন সফর- যেমনি আমরা অন্যান্য দেশের সাথে দ্বিপক্ষীয় সহযোগিতা ও সামরিক সম্পৃক্ততা বাড়াতে করে থাকি।’ বাংলাদেশের সেনাপ্রধানের চলতি মাসে সরকারি রুটিন সফরে মিয়ানমার যাওয়ার কথা রয়েছে।
এর আগে, গত সপ্তাহে এক ব্রিফিং-এ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেনাপ্রধানের এই সফর রোহিঙ্গা সংকট নিরসনে ঢাকা ও নেপিদোর মধ্যে আলোচনার আরেকটি লাইন উন্মুক্ত করবে। ঢাকা নেপিদোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধান করতে চায় উল্লেখ করে তিনি বলেন,‘আমি মনে করি সেনাপ্রধানের এই সফর রোহিঙ্গা সংকট নিরসনে সুফল বয়ে আনবে।’ খবর:বাসস
আজকের বাজার/আখনূর রহমান