নাফ নদে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) গুলিতে এক বাংলাদেশি জেলে নিহত এবং আরেক জেলে গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার ভোরের দিকে টেকনাফে বিজিবি-২ ব্যাটালিয়নের খারাংখালী বিওপির একদল জওয়ান টহলকালে ৫নং স্লুইচগেটসংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে দেখতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত এবং অপরজনকে গুলিবিদ্ধ অবস্থায় কাতরাতে দেখেন।
আহত ব্যক্তিকে উদ্ধার করে তাকে জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারে, নিহত ব্যক্তি হোয়াইক্যং পূর্ব মহেশখালিয়াপাড়ার জেলে মৃত ছিদ্দিক আহমদের পুত্র নূর মোহাম্মদ (৩৪) এবং আহত অপর ব্যক্তি একই গ্রামের বক্তার আহমদের পুত্র আবুল কালাম (৩২)।
বিজিবি সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে কক্সবাজার রেফার করা হয়। অপরদিকে গুলিতে নিহত জেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিভিন্ন সময় বিজিপি টহলের সময় বাংলাদেশি জেলেদের নির্যাতন করে বলেও অভিযোগ করেন স্থানীয় জেলেরা।
লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান বলেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
আজকের বাজার/লুৎফর রহমান