বিদ্রোহীদের হাতে জিম্মি প্রায় অর্ধশত সেনা ও পুলিশ সদস্যদের বহন করা দুটি নৌকা ডুবিয়ে দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। রোববার আরাকান আর্মি এ তথ্য জানিয়েছে।
এ ঘটনায় অনেকেরই মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চরমপন্থি বৌদ্ধদের সংগঠন আরকান আর্মি শনিবার অর্ধ শতাধিক ব্যক্তিকে অপহরণ করেছিল। এদের অধিকাংশই ছিলো নিরাপত্তা বাহিনীর সদস্য।
রাখাইনের স্বায়ত্ত্বশাসন দাবি করা আরাকান আর্মি জানিয়েছে, সেনারা তিনটি নৌকা লক্ষ্য করে গুলি ছুঁড়েছিল। এগুলোর মধ্যে দুটি নৌকা ডুবে গেছে এবং একটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে,‘গুলি থেকে রক্ষার কোনো ব্যবস্থা না থাকায় অনেকেই নিহত হয়েছে।’
রয়টার্সের পক্ষ থেকে এ ব্যাপারে দুই সেনা মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন ধরেন নি।
আজকের বাজার/এমএইচ