সীমান্ত এলাকায় অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া মিয়ানমারের ৪ বিজিপি সদস্যকে আটকের পর ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার দুপুরে টেকনাফের উঞ্চিপ্রাং সীমান্তে অস্ত্রসহ তাদের আটক করা হয়।
এরপর বিকেলে বিজিবি ও বিজিপির মধ্যে পতাকা বৈঠক শেষে চার সেনাকে ফেরত পাঠানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে উঞ্চিপ্রাং সীমান্তে মিয়ানমারের তা চোং বিজিপি কমান্ডার লেফটেনেন্ট সোং ওয়ে’সহ ৪ মিয়ানমার সীমান্তরক্ষী সাদা পোশাকে অস্ত্রসহ বাংলাদেশে ঢুকে পড়ে। এসময় টহলররত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে উঞ্চিপ্রাং ফাড়িতে নিয়ে আসে।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন সিদ্দিক জানিয়েছেন, সন্ধ্যায় দু’দেশের সীমান্ত বাহিনীর মধ্যে বৈঠকের মাধ্যমে ৪ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।
আরএম/