মিয়ামি উপকূলে ২ কিউবান অভিবাসীর মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ১০

কিউবার ২০ জন অভিবাসী নিয়ে একটি নৌযান ডুবে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড শুক্রবার নিখোঁজ ১০ জনের অনুসন্ধান শুরু করেছে।
কর্তপক্ষ বৃহস্পতিবার দিনের শেষ দিকে মিয়ামি উপকূল থেকে দক্ষিণে একটি প্রবাল দ্বীপের কাছে ২ জনের মৃতদেহ এবং ৮ জনকে জীবিত উদ্ধার করেছে।
কোস্টগার্ড এক টুইটে জানিয়েছে, রাত থেকে সমুদ্র ও আকাশ পথে অনুসন্ধান চলছে, দিনব্যাপী অনুসন্ধান চলবে।
নিয়মিত টহলের সময় এক ক্রু বৃহস্পতিবার সমুদ্রে লোকদের দেখতে পায়।
উদ্ধারকৃতরা জানায়, তারা রবিবার কিউবার পুর্তেও ডি ম্যারিয়েল থেকে যাত্রা শুরু করে এবং বুধবার রাতে তাদের জলযানটি ডুবে যায়।
কোস্টগার্ড জলযানটির বর্ণনা দিতে পারেনি তবে লোকরা কিউবা থেকে যুক্তরাষ্ট্রে সমুদ্র পাড়ি দিতে সাধারণত ক্রুড বোট (তেল পরিবহনে ব্যবহৃত ছোট ট্যাংকার) ব্যবহার করে।