চট্টগ্রামের মীরসরাইয়ে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী হাইচ মাইক্রোবাসের সংঘর্ষের পর মাইক্রোবাসে আগুন লেগে তিন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সংঘর্ষের ফলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় ওই মাইক্রোবাসে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নিজামপুর কালেজের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন বলেন, মাইক্রোবাস ও কাভার্ডভ্যান দুটোই চট্টগ্রামের দিকে যাচ্ছিল।
কাভার্ডভ্যানের পেছন দিকে সজোরে ধাক্কা দিলে মাইক্রোবাসটি আটকে যায়। এতে কাভার্ডভ্যান মাইক্রোবাসটিকে বেশ কিছুটা পথ টেনে নিয়ে গেলে মাইক্রোবাসে আগুন ধরে যায়। এসময় দগ্ধ হয়ে মাইক্রোবাসের আরোহীদের মধ্যে তিনজন গাড়ির ভেতরেই জীবন্ত দগ্ধ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন রনি (১২) ও রাসেল (১০) নামে দুটি শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে গেছে।
ঘটনাস্থলে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ টিমও উদ্ধার কাজ চালায়।
আজকের বাজার/এমএইচ