মীরসরাইয়ে পানিতে ডুবে দু’বোনের মৃত্যু

চট্টগ্রামের মীরসরাইয়ে বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে দু’বোনই প্রাণ দিয়েছে।

বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার ইছাখালী ইউনিয়নের কাজী গ্রামের বেপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু পান্না আক্তার (৪) ও  তার ছোট বোন ফারিয়া আক্তার (৬) ওই এলাকার দুলাল মিয়ার মেয়ে।

নিহত শিশুদের প্রতিবেশী জিয়া উদ্দিন জানান, বাড়ির সবাই নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। শিশু দুটি বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল।

নিহতদের বাবা দুলাল মিয়া বেশ কিছুক্ষণ ধরে মেয়েদের সেখানে দেখতে না পেয়ে পুকুরপাড়ে গিয়ে দেখেন ছোট মেয়ে পান্না আক্তার পানিতে ভাসছে।তৎক্ষণাৎ তিনি পানিতে ঝাঁপ দিয়ে ছোট মেয়েসহ বড় মেয়ে ফারিয়া আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।

সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।

ডা. উর্মী রায় জানান, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

এসএম/