বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতি ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, শাহ আকরাম জাফর, শ্যামল কান্তি বোস, উজানী কলেজের প্রিন্সিপাল আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মুক্তু মুন্সী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক তাপসি বিশ্বাস, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মোল্যা, উপজেলা যুবলীগের সভাপতি জহির হাসান টিটো, মহিলা লীগ নেত্রী শাম্মি আক্তার, পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মুন্সী, সাবেক ছাত্রলীগ সভাপতি শাহারিয়ার বিপ্লব, সাবেক ছাত্রলীগ নেতা আবুল হোসেন, আমিনুল ইসলাম মিলন মোল্যা প্রমূখ। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান